সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে শনিবার(৩ ডিসেম্বর) সকালে সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা,বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সভাপতিত্বে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উদ্দিন, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, ওসি মহব্বত কবীর, সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, সহ সভাপতি আলহাজ আসাদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
