পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রী নিবাসে নিরাপত্তার অভাব

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও)  :  পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের নব নির্মিত ৫তলা বিশিষ্ট আধুনিক ছাত্রী নিবাসে থাকতে চাচ্ছেন না ছাত্রীরা ১৫২ জনের স্থলে বর্তমানে এ ছাত্রী নিবাসে রয়েছেন মাত্র ৭ জন শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ বলছেন, তারা যথাসাধ্য চেষ্টা করছেন।


বিজ্ঞাপন

পীরগঞ্জ সরকারি কলেজ সূত্রে জানা যায়, এ কলেজে বর্তমানে ৯ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজারেরও ওপরে। এর প্রায় অর্ধেকই ছাত্রী আশপাশের  উপজেলা  সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করছেন এলাকার বাইরের শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়ি এবং বে সরকারি ছাত্রাবাস/ছাত্রী নিবাসে থেকে পড়াশুনা করছেন।


বিজ্ঞাপন

এলাকার বাইরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি কলেজে ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হয় বেশ কিছুদিন হলো কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ছাত্রাবাসে ছাত্ররা অবস্থান করলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ছাত্রী নিবাসে থাকতে চাচ্ছেন না ছাত্রীরা।


বিজ্ঞাপন

কলেজেরঅধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা কয়েক মাস আগে একজন মহিলা শিক্ষকের নেতৃত্বে ৮/৯ জন ছাত্রীকে ছাত্রী নিবাসে তোলে দেন তারা সেখানে স্বাচ্ছন্দেই অবস্থান করছিলেন।


বিজ্ঞাপন

কিন্তু কয়েক দিনের মধ্যে ছাত্রী নিবাসে একাধিকবার চুরির ঘটনা ঘটে এতে আতংক সৃষ্টি হয় ছাত্রীদের মাঝে তারা ছাত্রী নিবাস ছেড়ে চলে যেতে চাইলে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে তারা সেখানে অবস্থান করছেন তবে নতুন করে সেখানে কোন ছাত্রী উঠছেন না।

ছাত্রী নিবাসে অবস্থানরত ছাত্রীরা জানান, সেখানে থাকার পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে খোলা মেলা ও নিরিবিলি পরিবেশে তাদের পড়াশুনা ভালই চলছে কিন্তু চুরির ঘটনা, কারেন্ট চলে গেলে অন্ধার পরিবেশ, ছাত্রী কম থাকার কারণে ডাইনিং ব্যবস্থা চালু করতে না পারা এবং ইন্টারনেট সুবিধা না থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ এ্সব সমস্যা সমাধানকরা হলে ছাত্রী সংখা এমনিতেই বেড়ে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *