রংপুরে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ এবং জেলা বই মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনু্ষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৫ মার্চ, টাউন হল চত্বর, রংপুর-এ “বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ এবং জেলা বই মেলা-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ। বিশেষ অতিথি ছিলেন মোহাঃ আব্দুল আলীম মাহমুদ (বিপিএম), ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, রংপুর, মোঃ রেজাউল আলম সরকার (উপসচিব) আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক কার্যালয়, বিসিক, রাজশাহী, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, একটি দেশের উন্নয়নের জন্য ছোট ছোট শিল্পখাতের গুরুত্ব অপরিসীম। তাই দেশের উন্নয়নের জন্য সরকার বিসিকের মাধ্যমে আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের সহায়তা দিচ্ছে। আমরা আশা করি স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য এই সহায়তা আরও বৃদ্ধি পাবে। তাই আমাদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে হবে।

একজন দেশ প্রেমিক নাগরিকই পারে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। আমরা যতই উদ্যোক্তা হই না কেন যদি মনে প্রাণে দেশপ্রেম না থাকে তবে উদ্যোক্তা হয়েও দেশের কোন কাজে আসবে না।

তিনি আরও বলেন, বই মেলা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বইমেলার মাধ্যমে দেশে ছাত্র সমাজসহ সকলের মধ্যে বই পড়ার আন্দোলন সৃষ্টি করতে হবে। বই পড়ে জ্ঞান লাভের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মান করা সম্ভব। তিনি এধরনের সকল কাজে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সর্বাত্মক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *