মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ১৩টি মামলার আসামি সাগর দাস (৪২) নামের এক পেশাদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
(১৯ মার্চ) রবিবার দিবাগত রাতে সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন থেকে মাদক ব্যবসায়ী সাগরকে আটক করা হয়েছে। আসামি সাগর দাস হলেন,সদর উপজেলার কুড়িগ্রামের মৃত-বসন্ত দাসের পুত্র,তিনি পেশায় একজন ভ্যানচালক,ভ্যানচালানোর আড়ালে দির্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে,তারই ধারাবাহীকতায় একাধীক বার পুলিশের হাতে আটক হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ওসি (ডিবি) সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে নড়াইল সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে ডিবি পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করে। এসময় তার নিকট হতে ৩০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার নামে নড়াইল সদর থানায় ১২টি মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।