মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল শহরকে যানজট মুক্ত করতে হাতিরবাগান মোড় থেকে সকল মিনিবাস,বাস,পরিবহন কাউন্টার কেন্দ্রীয় বাস টার্মিনালে নেয়া হলে,বড় ধরনের দূর্ঘটনা রোধসহ যানজট মুক্ত হবে নড়াইল শহর। স্বপ্নের পদ্মা সেতু ও নড়াইল বাসির স্বপ্নের কালনা সেতু উদ্বোধনের পর থেকে নড়াইলের ছোট্ট শহরে যানবাহন বেড়ে যাওয়ায়,জনদুর্ভোগে পরিণত হয়েছে নড়াইল শহর। এতে করে বেড়েছে যানবাহনের চাপ,প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা,হারাতে হচ্ছে মানব দেহের নানা অঙ্গ। নড়াইল শহর ঘুরে জানা যায়,নড়াইল শহরের হাতির বাগান নামক স্থানে,বেপরোয়া ভাবে বাস কাউন্টার হওয়ায় ও চলাচলরত বাস রাস্তার পাশে রাখায়,তীব্র যানজটের সৃষ্টি হয়,এতে করে প্রতিনিয়তই বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়। সচেতন মহলের দাবি,দ্রুত হাতির বাগান নামক স্থান থেকে চলাচলরত সকল যানবাহনের কাউন্টার অপসারণ করে,নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকল বাস ছাড়লে,নড়াইল শহর মুক্তি পাবে যানজটময় শহর থেকে। একাধীক শ্রমিক ইউনিয়নের সদস্য ও শ্রমিক ইউনিয়নের সাবেক,নেতা,মো:শাহীন জানান,স্বপ্নের পদ্মা সেতু ও কালনা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে,নড়াইল শহরে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারনে আমাদের ছেলে-মেয়ে স্কুলে যেতে যানজটের কবলে পড়তে হয়।
যানজটের কারণে নড়াইল সদর হাসপাতালের সামনে নানা যানজটের সৃষ্টি হয় এবং টার্মিনালসহ নড়াইল হাতিরবাগান মোড়েও যানজটের সৃষ্টির কারণে নানা দুর্ঘটনার শিকার হয় পথযাত্রীসহ যানবাহন। নড়াইল জেলা প্রশাসন,নড়াইল জেলা বাস মালিক সমিতি ও নড়াইল জেলা শ্রমিক ইউনিয়ন এর কর্মকর্তাদের নড়াইল শহরকে যানজট মুক্ত করতে ও সড়ক দুর্ঘটনা রোধ করতে হাতিরবাগান মোড় থেকে সকল প্রকার বাস কাউন্টার অপসারণ করে,নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকল প্রকার যানবাহন চলাচল করলে যানজট মুক্ত হবে,নড়াইল শহর,রোধ পাবে সড়ক দুর্ঘটনা বলে দাবি,নড়াইলের সচেতন মহলের। এদিকে,নড়াইল পুরাতন বাস টার্মিনালের তেল পাম্পের সামনে,যেখানে সেখানে বাস পার্কিং করাসহ রাস্তার উপরে সবজির দোকান বসায়,নানা যানজটের সৃষ্টি হয়, নড়াইল জেলা প্রশাসনকে বারবার বলা শর্তেও নেই কোন পুলিশি তৎপরতা। নড়াইল শহরের রাস্তা জুড়ে যেখানে সেখানে যানবাহন রাখাই সৃষ্টি হয় বড় ধরনের যানজট,এতে করে যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দ্রুত এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা না নিলে ঘটতে পারে দুর্ঘটনা।