কুটনৈতিক বিশ্লেষক : সুদানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে হামলা, তবুও সুদান ছাড়তে রাজি নন তিনি।সুদানে যুদ্ধ পরিস্থিতি চলছে। এর মধ্যেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার কথা ভেবে জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে থেকে যেতে চাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
যুদ্ধ শুরু হওয়ার দিনই সুদানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের বাসা আক্রান্ত হয়। বাসার দেয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। ওই অবস্থায় নিজের পরিবার নিয়ে খার্তুম থেকে অন্যস্হানে নিরাপদ জায়গায় সরে যেতে হয়েছে তাকে। তবে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে না নেওয়া পর্যন্ত সেখানে থাকার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেছেন ‘একজনও বাংলাদেশি যে চলে যেতে আগ্রহী, ওই ব্যক্তি না যাওয়া পর্যন্ত আমি এখানে থাকতে চাই। আমি ইতোমধ্যে মন্ত্রণালয়কে এ বিষয়ে আমার মতামত জানিয়েছি।’
ছবিতে :- জাতিসংঘের অধীনে সাউথ সুদানে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে ।(তথ্য সূত্র ও ছবি ডিফেন্স রিসার্চ ফোরাম)