ননিজস্ব প্রতিবেদক : শনিবার ৬ মে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে, কর্নেল মাসুদ পারভেজ রানা।
তিনি জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩,১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ঝিনাইদাহ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বেলের মাঠ এলাকায় ফাঁকা মাঠের মধ্যে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় প্রেরণের উদ্দেশ্যে একটি ট্রাকে লোড করা হচ্ছে যা সুবিধাজনক সময়ে প্রেরণ করা হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা-এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ১৫টি প্লাস্টিকের বস্তা ভর্তি ৩১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিলি জব্দ করে।জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে, কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সিমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।