বিনোদন প্রতিবেদক : ডিএনসিসি’র “চিফ হিট অফিসার” বুশরা আফরিনকে নিয়ে দুটো তথ্য জানাতে চাই, যা না বললেই নয় যা হয়তো বেশিরভাগ মানুষ জানেন না যে তিনি একজন উচ্চ শিক্ষিতা ও একজন মেধাবী অভিনেত্রী ও বটে। অনেক গুনের অধিকারীনি তিনি।
নুহাশ চলচ্চিত্রের হুমায়ূন পরিচালিত ‘৭০০ টাকা’ শর্টফিল্মে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ইউটিউবে থাকা শর্টফিল্মের ১১ মিনিট ২৪ সেকেন্ডে গেলে তাকে দেখতে পাবেন)
নুহাশ চলচ্চিত্রের হুমায়ূন পরিচালিত ইন্টারন্যাশনাল রিকগনিশন পাওয়া অ্যাওয়ার্ড উইনিং শর্টফিল্ম ‘মশারি’র প্রোডিউসারও ছিলেন তিনি।
ব্যক্তিগতভাবে চেনা নাই, জানা নাই- একজন মানুষকে নিয়ে যা খুশি তাই বলে ফেলি আমরা। মানুষটি নারী হলে তো কথাই নেই, যৌন সুড়সুড়ি টাইপ আলাপ করাকে আমরা নিজেদের অধিকার মনে করি।
হিট অফিসারকে ‘হট অফিসার’ বলে মজা নেই, আনন্দবাজার পত্রিকা তাদের হেডলাইনেও মজা নেয়। সবাই কমবেশি মজা নেয়াতে ব্যস্ত।
যা আমরা নেই না, তা হল শিক্ষা। মানুষকে এপ্রিশিয়েট করা, নিজের যোগ্যতা বাড়ানো, স্কিল বাড়ানো বা নিদেনপক্ষে কিছু ভালো না লাগলেও চুপ থেকেও নিজের কাজে যে মনোযোগ দেয়া যায়, তা আমরা শিখতে চাই না।।