!! মন্তব্য প্রতিবেদন !! বিদেশি রাস্ট্রদূতরা বিধি মোতাবেকই নিরাপত্তা পাচ্ছেন

Uncategorized আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

স্কয়ান লিডার সাদরুল আহমেদ খান (অব) : বাংলাদেশে কর্মরত সকল রাস্ট্রদূতগন প্রটোকল অনুযায়ী এসবি, চ্যান্সারি পুলিশ, হাউস গার্ড পেয়ে থাকেন। ভিয়েনা চুক্তি অনুযায়ী সকল রাস্ট্রদূতই এই সুবিধা পান।


বিজ্ঞাপন

২০০১ সাল পরবর্তী ইরাক ও আফগানিস্তানে আক্রমনে নেতৃত্বদানকারী কিছু দেশের রাস্ট্রদূত ও নাগরিকদের উপর পরবর্তী বিভিন্ন দেশে আক্রমণ হয়েছিল। বাংলাদেশেও ২০০৪ সালে বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার পরে, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের রাস্ট্রদূতদের প্রটোকল পুলিশের সাথে বাড়তি প্রোটেকশন পুলিশ (এসকর্ট) দেয়া হয়েছিল।


বিজ্ঞাপন

বর্তমানে ইরাক আক্রমণকারী দেশগুলো সেরকম কোন যুদ্ধ পরিকল্পনায় না থাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাদের সেরকম কোন ঝুকি নেই। সে বিবেচনায় সম্প্রতি যুক্তরাজ্যসহ ৬ টি দেশের রাস্ট্রদূতের বাড়তি পুলিশ প্রটেকশন সুবিধা প্রত্যাহার করেছে ডিএমপি। তবে কোন রাস্ট্রদূত কোন বিশেষ প্রোগ্রামে বা রুটে নিরাপত্তা সংকা মনে করলে, অতিরিক্ত পুলিশ প্রটেকশনের আবেদন করলে নিয়ম মাফিক নিরাপত্তা পাবেন। তাছাড়া অন পেমেন্ট “ব্যাটেলিয়ন আনসার” এর বিধানও আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *