অভিযান পরিচালনা কালে ভুমি অফিসের কর্মকর্তার সাথে দুদকের সহকারী পরিচালক কথা বলছেন।
নিজস্ব প্রতিবেদক : সাভারের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারদের বিরুদ্ধে হেমায়েতপুর, চুনারচর, ভাকুর্তা ও মুশুরিখোলা মৌজায় বিআরএস জরিপের নামে জমির মালিকদের কাছ থেকে মোটা অংকের ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সাভারের উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভূমি জরিপ কাজে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, ঢাকা-২ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে অভিযোগ সংশ্লিষ্ট এলাকা হেমায়েতপুর, চুনারচর, ভাকুর্তা ও মুশুরিখোলা মৌজায় বিআরএস জরিপ পরিচালনাকালে জমির মালিকদের কাছ থেকে সার্ভেয়ার ও তাদের সহকারীদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসারের সাথে এ বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়।
তিনি জানান মাঠ পর্যায়ে জরিপকাজে সার্ভেয়ারদের কাজ তদারকির জন্য হল্কা অফিসারদের নিয়োগ করা হয়, তবে হল্কা অফিসারগণ তাদের তদারকি সঠিকভাবে করছেন না মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে।
সার্ভেয়ারদের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাচাইপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী সেটেলমেন্ট অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়।