আটকৃত ক্রিস্টাল মেথ আইস সহ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের সদস্যরা।
নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ।
জানা গেছে, শুক্রবার ৭ জুলাই, রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী ত্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় অপস্ অফিসারের নেতৃত্বে বালুখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল সীমান্ত কক্সবাজারের উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়নের ধামনখালী সরোয়ার চিংড়ি ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। এসময় কতিপয় ব্যক্তি সীমান্ত হতে পায়ে হেঁটে বর্ণিত এলাকার দিকে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, জাতীয় ও জনস্বার্থে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।