নিজস্ব প্রতিনিধি : রবিবার ১৬ জুলাই, সকাল ৯ টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে প্যারেডে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১০ টায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের নানাবিধ সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
এরপর সকাল সাড়ে ১১ টার সময় পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী এর সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এতে জুন-২০২৩ মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।জুন-২০২৩ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জানান।
এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে কর্মচঞ্চলতা অব্যাহত রাখতে ক্রেস্ট বিতরণ করেন।
পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয়ের দক্ষতা, দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনায় বিগত জুন-২০২৩ মাসে রংপুর জেলার আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় রংপুর রেঞ্জের ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পরপর তিনবার সহ মোট চারবার রেঞ্জের মধ্যে রংপুর জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সেখানে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর, মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর, মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।