নড়াইলে অবৈধ লাটা উল্টে রাহুল মন্ডল নামের এক কিশোর নিহত

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলামঃ
নড়াইলে লাটা নামক ইন্জিন চালিত গাড়ি উল্টে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে লাটা গাড়িতে থাকা কিশোর রাহুল মন্ডল (১৩) নিহত হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া উত্তর পাড়ায় মোস্তফা মাষ্টারের বাড়ীর সামনে’র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল মন্ডল নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের জাকির মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী’রা জানান, বালিবাহী ভটভটিটি নড়াইল জুড়ালিয়া সড়কে বালি ফেলে দ্রুত গতিতে ফিরছিলো। পথিমধ্যে জুড়ালিয়া উত্তর পাড়ার মোস্তফা মাষ্টারের বাড়ীর সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শবতী খাদে উল্টে পড়ে যায়। স্থানীয় লোকজন ভটভটির নিচে চাপা পড়া রাহুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে,মৃত বলে ঘোষণা করেন। পৌর-সভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, নিহত রাহুল মন্ডল বিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি লাটাই গাড়ি’র হেলপারি করতো। রাহুলের মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের মাতম চলছে। শাহাবাদ ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই মোঃ সিরাজুল ইসলাম, ভটভটি দুর্ঘটনায় একজন কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *