বিএসটিআই এর কুমিল্লা জেলা অফিস কর্তৃক পন্যের গুণগত মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  সোমবার ২৩ অক্টোবর,  জেলা প্রশাসন, ফেনী এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার উদ্যোগে ফেনী জেলার সদর উপজেলায় ২ (দুই) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করায় মেসার্স এ ডি ফুড প্রোডাক্ট, ইলাশপুর, পাঁচগাছিয়া, সদর, ফেনী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ এর ৫১ ধারায় ১৫,০০০  (পনের) হাজার টাকা জরিমানা  করা হয়।


বিজ্ঞাপন

একই অপরাধে মেসার্স রোম ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্প নগরী, সদর, ফেনী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ এর ৫১ ধারায় ৫০০০ (পাঁচ) হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুলতানা নাসরিন কান্তা এবং সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুবল চাকমা এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই)  এর কুমিল্লা জেলা অফিসের কর্মকর্তা  মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *