অনেক সরকারি প্রতিষ্ঠানও পরিবেশের ক্ষতি করছে: তথ্যমন্ত্রী

এইমাত্র চট্টগ্রাম রাজনীতি সারাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি : উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করতে গিয়ে অনেক সরকারি প্রতিষ্ঠানও প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, পৃথিবী ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করা উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সরকারি প্রতিষ্ঠানও এসব খেয়াল করে না।
তথ্যমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, রাস্তা করার জন্য সিডিএর মতো একটি প্রতিষ্ঠান ৩০০ ফুট পাহাড় কেটে সমতল করে ফেলেছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না করে কিভাবে উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করা যায় সেদিকে সরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আখতার, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল ও চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *