অভয়নগরে গুড় মেলা ও পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভনগরের গুড় ও শীতকালীন পিঠা মেলার শুভ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের কিছু দৃশ্য।


বিজ্ঞাপন

সুমন হোসেন, অভয়নগর (যশোর) : যশোর জেলার অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী গুড় মেলা ও পিঠা উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে সমাপনী করার পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার  ১০ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুড় মেলা ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে এলাকার গাছিদের নির্ভেজাল গুড় তৈরি করতে এবং গাছিদের গাছ কেটে রস উৎপাদনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ উপলক্ষে নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সেক্টরের মোট ৩১ টি স্টল সাজানো হয়।স্টলে প্রায় ৪০ ধরণের পিঠা উপস্থাপন করা হয়। এছাড়াও মেলায় লোকজ সংগীত পরিবেশন করা হয়।

গতকাল সোমবার  ১২  ফেব্রুয়ারী  সন্ধ্যায় গুড় মেলা ও পিঠা উৎসবের শেষ দিনে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এবং কৃষি অফিসার লাভলী খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় প্রধান অতিথি সহ সকলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। ভবিষ্যতে এ ধরণের সামাজিক অনুষ্ঠান আরো সুন্দর করে উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাঙালীর গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে জেলা প্রশাসক সব ধরনের সহযোগিতা করবেন বলে আরো জানান। ভালো কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় সর্বোচ্চ পিঠা বিক্রি করায় প্রথম হয়ে পুরষ্কার গ্রহন করেন নওয়াপাড়া পৌরসভার পিঠা স্টলের কর্মকর্তারা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত। আরো উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন অফিসারবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *