সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের কাশিয়াডাগা গ্রামের ঘর জামাই বুলু চোর ওরফে সেলিম রেজা অত্যাচারে নিঃস্ব কয়েকটি পরিবার
অনুসন্ধানে গিয়ে জানা যায় বুলু চোর ওরফে সেলিম রেজার দেশের বাড়ি শ্যামনগর তার নিজের এলাকায় বুলু চোর ডাকাত জলদস্য বলে পরিচিত পাই সেখানে অপকর্ম করেই চলে আসেন সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের কাশিয়াডাগা গ্রামে এসে আব্দুর রহমান মোড়লের মেয়ে রাশিদা ওরফে ভাদুড়ি সাথে প্রেমের সম্পর্ক করে করেন বিয়ে।
এরপর থেকে শুরু করে প্রতারণা প্রবাসী ছেলেদেরকে টার্গেট করে নিজের স্ত্রীকে দিয়ে মোবাইলে প্রেমের সম্পর্ক করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা এমনকি এই বুলু চোর ডাকাত জলদস্য সেলিম রেজার হাত থেকে রক্ষা পায়নি তার নিজের মামাতো ভাইও এরপরেই ভুক্তভোগীরা এই প্রতারক বুলু চোর সেলিমের বিরুদ্ধে এলাকাবাসীকে জানালে তাকে এলাকায়বাসি ধরে নিয়েই কিছু ভুক্তভোগীদের টাকা উদ্ধার করে এলাকায়বাসি এতেও থেমে নাই তার কার্যক্রম এবার শুরু করেন মানব পাচার।
কিছুদিন আগে কাশিয়াডাঙ্গা গ্রামের রবিন মন্ডলের বিধবা মেয়েকে পাচার করার চেষ্টা করেন এই বুলু চোর ওরফে সেলিম রেজা তখন বুঝতে পেরে রবিন মন্ডল পাটকেলঘাটা থানা পুলিশকে অবগত করলেই তারা মেয়েটিকে উদ্ধার করে এবং একজন সুদের টাকা আদায় করার জন্য এক জন ভুয়া এসপি সাজিয়ে তার বাড়িতে এনে রাখে এলাকার লোক বুঝতে পারলেই সেটা পাটকেলঘাটা থানায় অবগত করলে পুলিশ তাকে ধরার চেষ্টা করে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে এই বুলু চোর ডাকাত সেলিম রেজা ও ভুয়া এসপি পালিয়ে যান।
তার সুদের টাকার জন্য নিঃস্ব হিন্দু সম্প্রদায়ের ছেলে কিনা চোমরখালি গ্রামের আবসার কাশিয়াডাগা গ্রামের অনেকে এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে এই বুলু চোর ওরফ সেলিম রেজা কে আইনের আওতায় আনা হোক।