ধামরাইয়ে সাংবাদিকের গাড়ি গতিরোধ করে হত্যার হুমকি

Uncategorized অপরাধ ঢাকা বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা ধামরাই উপজেলায় সন্ত্রাসী বাহিনী দ্বারা সাংবাদিকের গাড়ি প্রতিরোধ করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

গতকাল  বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার আমছিমুর এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।


বিজ্ঞাপন

ভুক্তভোগী সাংবাদিক পিয়াস আল মনসুর উপজেলা আমছিমুর গ্রামে মোহাম্মদ নাসির উদ্দিন ছেলে।

জানা গেছে, একই গ্রামের আব্দুল মান্নান ছেলে সাইফুল ইসলাম সহ স্থানীয় সন্ত্রাসী দ্বারা সাংবাদিক পিয়াস আল মনসু বহনকারী অটোরিকশা রাস্তায় গতিরোধ করতে বলেন। কিন্তু ড্রাইভার গতিরোধ না করার কারণে সে মোটরসাইকেল নিয়ে আরেক সহযোগী সঙ্গে করে সাংবাদিকের গাড়িকে ধাওয়া করে অটোরিকশা আটক করে।

পরে ওই সাংবাদিককে মারার জন্য চেষ্টা করে। সেখানে উপস্থিত জনতা প্রতিরোধ গড়ে তোলার কারণে সে হামলা করতে ব্যর্থ হয়। কিন্তু সাংবাদিক পিয়াস আল মনসু মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *