নিজস্ব প্রতিবেদক : অনলাইন গেমস খেলায় টাকা দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ায় এক যুবককে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিম। গ্রেফতার যুবকের নাম মো. আমির হামজা (২৩)। তিনি কুমিল্লার বুড়িরচংয়ের চরানল গ্রামের জাকির হোসেন ভূঁইয়ার ছেলে।
রোববার রাতে তাকে বুড়িরচং থেকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার বলেন, “সাইবার মনিটরিং সেল প্রতিনিয়ত ফেসবুক পেজসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটরিং করে। মনিটরিং টিমের কাছে একটি অভিযোগ আসে যে, ‘অসরৎ ঐধসুধ’ নামক ভুয়া ফেসবুক আইডি দিয়ে ‘গৎ. ঞড়ঢ় টঢ় ইউ’, নামে পেজ খুলে, অনলাইন গেমসের ওয়েব মানি দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।”
‘ওই অভিযোগের পর নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মনিটরিং সেল ফেসবুক পেজটির আইডিধারীকে চিহ্নিত ও গ্রেফতার করে। গ্রেফতারের পর তিনি জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন।’
সহকারী পুলিশ সুপার বলেন, ‘অনলাইন ফ্রি গেম খেলা বা প্রতারণার সঙ্গে যারা জড়িত, সিআইডির সাইবার মনিটরিং টিম তাদের কর্মকা- প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। যে বা যারা এ কাজের সঙ্গে জড়িত, তাদের ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে সাইবার মনিটরিং সেল অনলাইনে সংগঠিত যে কোনো অপরাধ পর্যবেক্ষণপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। প্রয়োজনে যে কোনো জরুরি বিষয়ে যে কেউ ০১৭৩০-৩৩৬৪৩১ নম্বরে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’