মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল এক আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসসহ কালিয়া উপজেলার আওয়ামী-লীগ ও অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) খাশিয়াল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশ্বাস নওশের আলী বাদী হয়ে এই মামলাটি করেছেন। এ মামলায় আরও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার ও বাদি সূত্রে জানা গেছে,গত ১৫ই আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে (আসামি) আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র,বন্দুক নিয়ে বেআইনি ভাবে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় সমাবেশ করে। বিএনপি নেতা-কর্মীসহ জনমনে ভয় ও ত্রাস সৃষ্টি জন্য অন্তবর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় তারা ঔ এলাকার বিএনপি নেতা-কর্মী ও এলাকার শান্তিপ্রিয় মানুষের বাড়িতে লুটপাটের চেষ্টা করে এবং খুন, জখমের হুমকি দেয়। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- নড়াইলের এক আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস,কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খান শামিম রহমান,বাওইশোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো. ফুরকান মোল্যা,নড়াগাতি থানা আওয়ামী-লীগের সভাপতি সালাউদ্দিন বশির,কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজি সরোয়ার হোসেন,জেলা পরিষদের সাবেক সদস্য হাদিউজ্জামান হাদি, আলাউদ্দিন চৌধুরী,শওকত চৌধুরী,হিরু মিয়া মোল্যা, মনজুর চৌধুরী,ঈমাম ভুইঁয়া,ছালিম শিকদার, বায়েজিদ মোল্যা,ওহিদুজ্জামান মোল্যা প্রমূখ। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান।