এ কে এম বাদরুল আলম (চাঁপাইনবাবগঞ্জ) : সরকারি ওষুধপত্র বিক্রি, খামারিদের কাছে উৎকোচ আদায়সহ বিভিন্ন অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. কাউসার আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, গোমস্তাপুর প্রাণীসম্পদ দপ্ত কে অনিয়ম-দুর্নীতিতে পরিপূর্ণ করেছেন ডা. কাউসার আলী। দীর্ঘদিন ধরে সরকারি ওষুধপত্র, প্রনোদনার ফিড ও উপকরণ বাজারে বিক্রি করেন তিনি।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
এমনকি তার কক্ষে গিয়েও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়াও খামারের রেজিস্ট্রেশন করতেও খামারিদের কাছে বিপুল পরিমাণ উৎকোচ নেয়ার শত শত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে।
আর তাই নিজের অনিয়ম-দুর্নীতির কারনে আতঙ্কিত হয়ে গত ৫ আগষ্ট সরকার পতন হবার পর থেকে অফিসে আসেন না ডা. কাউসার আলী। আর তাই অনিয়ম-দুর্নীতির দায়ে অবিলম্বে ডা. কাউসার আলী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও রহনপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত এর আগে গত ১৯ আগষ্ট সোমবার একই দাবিতে তার অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা।