বিজিবির উদ্যোগে বন্যার্ত ২,২৫১টি পরিবারকে ত্রাণ এবং ১,৮৪০ জনকে চিকিৎসাসেবা 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ বন্যাদুর্গত এলাকার ২,২৫১টি পরিবাবরের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ১,৮৪০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।


বিজ্ঞাপন

আজ  সোমবার ২ সেপ্টেম্বর, বন্যাদুর্গত ফেনী সদরে ২০৫টি, পরশুরামে ৫০টি, ছাগলনাইয়ায় ৬৫০টি, দাগনভূঁঞায় ৭১৬টি, সোনাগাজীতে ২০০টি এবং ফুলগাজীতে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার লাঙ্গলকোটে ৭০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ৬০টি এবং লক্ষ্মীপুরের কমলনগরে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে
বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ৭৩৫ জন, ছাগলনাইয়ায় ৪৪০ জন এবং কুমিল্লার নাঙ্গলকোটে ৬৬৫ জনসহ মোট ১,৮৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *