বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির সাথে জড়িত একজন কেএনএ সদস্যকে আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

চট্টগ্রাম  প্রতিনিধি  : বান্দরবানের থানচিতে বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সাথে জড়িত একজন কেএনএ সদস্যকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার  ১০ সেপ্টেম্বর,  সন্ধ্যায় বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গত ০৩ এপ্রিল ২০২৪ তারিখে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সাথে জড়িত কেএনএ’র একজন তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহানপাড়া টিওবি’র দায়িত্বপুর্ণ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে।


বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে সন্ধ্যা ০৭৪০ ঘটিকায় ব্যাটালিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র একটি ‘বি টাইপ’ টহলদল সন্দেহভাজন কেএনএ সদস্যের অবস্থানরত বাড়িতে গমন করতঃ বাড়িটি ঘেরাও করে রাখে।

পরবর্তীতে উক্ত টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে উপ-অধিনায়ক মেজর শেখ মোঃ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট বিজিবির অপর একটি টহলদল ঘটনাস্থলে গমন করে।

আনুমানিক রাত ৮ টা ২০ মিনিটের সময়  উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বসতঘরের খাটের নিচ থেকে রাম জা থাং পাতেং (৪০) নামক উক্ত কেএনএ সদস্যকে আটক করা হয়। আটককৃত কেএনএ সদস্য থানচি ৩ নং ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোব এর ছেলে।

আটককৃত কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *