নিজস্ব প্রতিবেদক : ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে মহিষের গুঁতোয় হোসনেআরা বেগম (৬২)) নামে এক নারী নিহত হয়েছেন ।নিহত নারী সুনামগঞ্জের তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মনা মিয়া সিকদারের স্ত্রী ও ৬ সন্তারের জননী।
গত শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে পৌছার পুর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপজেলার চন্দ্রপুর গ্রামের মনা মিয়া সিকদার তার স্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান জানান, আমার স্ত্রী হোসনেআরা বেগম উপজেলার বাদাঘাট বাজার থেকে ঔষধ নিয়ে শনিবার সন্ধায় চন্দ্রপুর গ্রামের বাড়ি ফেরার পথে বাড়ির সামনে থাকা ভাঙ্গার খাল নদীর চরে ঘাঁস খাওয়ারত অবস্থায় একটি মহিষ শিং দিয়ে মাথায় গুঁতো দিয়ে (আঘাত) করে।
উপজেলার কামড়াবন্দ গ্রামের প্রয়াত আব্দুল জলিলের ছেলে উজ্জল মিয়া বলেন, যে মহিষ গুঁতো দিয়েছে সেই মষিষ মূলত আমার পালিত মহিষ ছিল। ঘাঁস খাওয়ারত অবস্থায় ওই মহিষের আক্রমনে বয়োবৃদ্ধা নারী নিহত হওয়ার ঘটনায় তিনি অনাকাস্খিত দাবি করে দু:খ প্রকাশ করেছেন।