ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গৃহবধূর বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর নাম ফাতেমা বেগম (২২)। সে উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরাম পট্টি গ্রামের বিল্লাল মাতুব্বরের স্ত্রী।
পারিবারিক সূত্র জানা যায়, বিল্লাল মাতুব্বর ২ বছর আগে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার বড় মুচকুনি গ্রামের নূরা ফকিরের মেয়ে ফাতেমা বেগমকে পারিবারিক মতে বিবাহ করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
বিবাহের পর থেকেই তাদের মাঝে কলহ চলে আসছিল। ঘটনার দিন রবি বার দুপুরে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। পরে স্বামী বিল্লাল মাতুব্বর বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী তালপট্টি বাজারে যায়। এরপর বিকালে স্ত্রী ফাতেমা বেগম ক্ষোভে নিজ ঘরের আড়া র সঙ্গে ঝুলে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।