নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটে বিদেশি মদের চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা যথাক্রমে, , সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা (নোয়াগাঁও)’র মৃত নুর মিয়ার ছেলে কাইয়ুম,একই উপজেলার ডাকাতের বাড়ি গ্রামের আমজদ আলীর ছেলে রাজু।
বুধবার রাতে র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মশিউর রহমান সোহেল জানান, র্যাব-৯ সিলেটের সিপিএসসি’র একটি টিম মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকা থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৩৪ বোতল বিদেশি মদ জব্দ করে।
ওই সময় বিদেশি মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় পেশাদার মাদক কারবারি কাইয়ুম ও তার সহযোগি রাজুকে র্যাবের টিম গ্রেফতার করে।