খুলনা মহানগরী এলাকার প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান – ক্যাম্পেইনের উদ্বোধন

Uncategorized খুলনা জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (খুলনা) : নগরীর সিএন্ডবি কলোনী মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা মহানগরী এলাকার প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান/ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  খুলনা মহানগরী এলাকার প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান/ক্যাম্পেইন আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত নগরীর জোড়াগেটস্থ সিএন্ডবি কলোনী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অভিযান/ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ নগরীতে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। ক্যাম্পেইনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করি-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খুলনা নগরী গড়ি।’’


বিজ্ঞাপন

সংস্থাটি খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আওতায় পরিস্কার-পরিচ্ছন্ন ও দুর্যোগ সহনশীল সবুজ ও স্বাস্থ্যকর খুলনা শহর বিনির্মাণে নগরীর ৩১টি ওয়ার্ডে চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে বেগবান করার জন্য সড়ক, মার্কেট, কলোনি, বাসস্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি জনবহুল এলাকায় জনঅংশগ্রহণের মাধ্যমে প্রতিমাসে দিনব্যাপী বর্জ্য পরিস্কার পরি”ন্নতা ক্যাম্পেইন পরিচালনা করা হবে। বর্জ্য অপসারণ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার পরিবেশ বান্ধব ও সুন্দর নগরী গড়ে তুলতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বর্জ্য রিসাইকিং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি চালু হলে বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব হবে। তিনি তরুণদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর-খুলনার পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও পিডিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন। স্বাগত বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-খুলনার সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। অনুষ্ঠান শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *