চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত দের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১১:০০ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।
বিআরটিএ’র চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এর আয়োজনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহজামাল হক , মোটরযান পরিদর্শক বৃন্দ, ও সাংবাদিকবৃন্দ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ০৫ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।