নিজস্ব প্রতিনিধি (সিলেট) : নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাহিদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শান্তিগঞ্জের জয়কলস গ্রামে নানা বাড়ির পাশের ডোবায় ডুবে দেড় বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে।
নাহিদ শান্তিগঞ্জের জয়কলস গ্রামের ফরহাদ মিয়ার শিশু সন্তান।
শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মছকু মিয়া ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
নিহত শিশুর পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামে নানা বাড়ির উঠানে হাটাহাটি করার সময় পরিবারের সবার অৎান্তে পাশেথাকা ডোবার পানিতে পড়ে যায় নাহিদ।
পরে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় ওই শিশুকে উদ্যার করেন প্রতিবেশী ও স্বজনরা। দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।