সরকার গোষ্ঠী স্বার্থে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করেছে———গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা সংসদে ও রাজপথে আওয়ামী লীগের সকল অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। প্রতিটি অন্যায় ও জুলুমের প্রতিবাদ করেছি। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মাঠে ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে রংপুরে আমাদের নেতা-কর্মীরা হামলা ও মামলার শিকার হয়েছে। গ্রেফতার হয়ে জেল খেটেছে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ২ জন নেতা শহীদ হয়েছেন। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছে। বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অবদান অস্বীকার করতে চাচ্ছে। বর্তমান সরকার গোষ্ঠী স্বার্থে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করেছে। কোনো বিষয়ে আমাদের মতামত গ্রহণ করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে আমাদের সভা, সমাবেশ ও মিছিলের ন্যায় স্বাভাবিক রাজনীতিতে বাঁধা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে। আজ দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।


বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বড় দুটি রাজনৈতিক দল সব সময় জাতীয় পার্টিকে ধংস করতে চেয়েছে। ১৯৯০ সালের পর আমাদের নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা দেওয়া হয়েছে। যা এখন আবার নতুন করে শুরু হয়েছে। আর একটি দল আমাদের দলের মাঝে বিভক্তি সৃষ্টি করে আমাদের দুর্বল করার চেষ্টা করেছে। সকল বাঁধা বিপত্তি মোকাবেলা করে জাতীয় পার্টি জনগণের সকল অধিকারের প্রশ্নে মাঠে ছিল, মাঠে থাকবে।


বিজ্ঞাপন

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বর্তমান সরকার বিভাজন সৃষ্টি করে দেশকে অন্ধকারের পথে নিচ্ছে। ঘৃণা ও প্রতিহিংসার প্রসার ঘটিয়ে দেশকে সংঘাত ও সহিংসতার পথে নেয়া হচ্ছে। দেশের আইন শৃংখলা কারো নিয়ন্ত্রণে নেই। দেশ অরাজক পরিস্থিতির মধ্যে চলছে। কে কোথায় বেইজ্জত হবে, কার বাড়ি-ঘর ভাংচুর হবে, বা কে কখন দূর্বৃত্তের হাতে নিহত হবে… কেউ বলতে পারে না।


বিজ্ঞাপন

এসময় গোলাম মোহাম্মদ কাদের বলেন, সরকার বড় বড় কথা বলছে। কিন্তু, তাদের কোন দায়িত্ব আছে বলে মনে হয় না। প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে। আয় দিয়ে মানুষের দিন চলছে না। দেশে বেকারত্বের হার বেড়েই চলছে। চাঁদাবাজী ও দখলদারি চলছে আগের মতই, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। সামাজিক অস্থিরতা বাড়ছে। সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। ফলশ্রতিতে অর্থনীতির বিপর্যস্ত হাল। দেশে পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষ পরিবর্তন চায়। আমরাই দেশের মানুষকে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি দেবো। সেই লক্ষ্যেই আমাদের বর্তমান রাজনীতি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের, মাশরুর মওলা, জসীম উদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, এ্যাড. লিয়াকত আলী খান, ইঞ্জিঃ মোস্তফা মহসিন, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, আহমেদ শফি রুবেল, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, আলহাজ¦ আব্দুর রাজ্জাক, এ্যাড. জুলফিকার হোসেন, আবু সাঈদ স্বপন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাশ, নুরুচ্ছফা সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ মশিউর রহমান বাবু, এ্যাড. খন্দকার মোঃ ফায়েকুজ্জামান ফিরোজ, যুগ্ম সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, শেখ মুহাম্মদ শান্ত, নুর-ই আলম মিয়া যাদু, আসমা সুলতানা, ডাঃ সেলিমা খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সরোয়ার হোসেন শাহীন, মোঃ মোজাম্মেল হক, মোঃ শরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম হেমায়েত, সোলায়মান সামি, এ্যাড. আলিফ হোসেন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *