ঝালকাঠি রমজানকাঠির কৃতি সন্তান কুদ্দুস খাঁন বক্সিন ফেডারেশনের সাধারণ সম্পাদক

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

কুদ্দুস খাঁন বক্সিন ফেডারেশনের সাধারণ সম্পাদক।


বিজ্ঞাপন

 

রিয়াজুল ইসলাম বাচ্চু  (ঝালকাঠি) : ঝালকাঠি জেলা সদরের রমজানকাঠি গ্রামের কৃতি সন্তান এম এ কুদ্দুস খাঁন বাংলাদেশ বক্সিন ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।


বিজ্ঞাপন

গত ২৮ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ বক্সিন ফেডারেশনের পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে লেঃ কর্ণেল এম এ লতিফ খান (অব:) কে সভাপতি ও এম এ কুদ্দুস খাঁন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।
ওই এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ১৪৩(৩) অনুসরনে গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন

ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস খাঁন ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজ প্রতিষ্ঠা ও সভাপতি। তিনি একজন শিল্পপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। তিনি রমজানকাঠি গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি আলহাজ্ব মানিক খাঁন ও সুফিয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র। এছাড়াও তিনি তার নিজ এলাকায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মাধ্যমে শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছেন। এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারসহ গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার জন্য নিরলসভাবে চেষ্টা করেন।

তিনি এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ বক্সিন ফেডারেশনকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য নিরলসভাবে চেষ্টা করবো। ফেডারেশনের অনিয়ম ও দুর্নীতির কোন স্থান থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ফেডারেশনের গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *