বিজিবি’র টহল দলের উপর হামলায় জড়িত ১৬ আসামি কারাগারে !

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) টহল দলের উপর হামলায় জড়িত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। শনিবার বিকেলে সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এমন তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির দায়িত্বপুর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র ১৭ মার্চ খনিজ বালি চুরি করতে থাকে।


বিজ্ঞাপন

এরপর নারায়নতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মুল্যের চুরি করা খনিজ বালি বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করলে বালি চুরিতে জড়িত দুবৃক্তরা বালি বোঝাই ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে উপর হামলা করে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়।


বিজ্ঞাপন

পরদিন ১৮ মার্চ বিজিবির উপর হামলায় জড়িত সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্ত গ্রাম উওর ডলুরার শাহ আলমের ছেলে শিপনকে প্রধান আসামি করে ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ সদর মডেল থানায়, অবৈধ অনুপ্রবেশ তৎসহ সরকারি কাজে বাধা প্রদান, বিজিবি সদস্যকে হামলায় আহত করার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় বৃহস্পতিবার পলাতক ১৬ আসামি সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইতিপূর্বে বিজিবি বা প্রশাসনের উপর হামলাকারীরা সহজে জামিন লাভ করলেও চলমান সময়ে রাষ্ট্রের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে আইন/বিচার বিভাগ আর শিথীলতা প্রদর্শন করছেন না।

তিনি আরো বলেন, সীমান্ত অপরাধে জড়িতদের ব্যাপারে এভাবে আইন প্রয়োগ বহাল থাকলে সীমান্ত অপরাধ,মাদকসহ সব ধরণের চোরাচালান এমনকি সীমান্তে যে কোন ধরণের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *