নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত ৫টি মামলায় গ্রেফতারের ১২ ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমদ। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদের উকালত নামায় জামিন পেয়েছেন তিনি।

এই জাকারিয়া হলো সিলেটের পরিবহন সেক্টরের মাফিয়া। বিএনপি-জামায়াত হরতাল ডাকলে গাড়ী চালানো ছিল তার দায়িত্ব। আর বিএনপি-জামায়াত কোন কর্মসূচী দিলে গাড়ী বন্ধ করাও ছিল তার দায়িত্ব। তো এর মতো ডেভিল যদি গ্রেফতারের ১২ ঘন্টার মাথায় জামিন পায়। তাহলে এসব মামলার দরকার কি?

জামিন পরবর্তী বিজয় মিছিল ও ছিলো। এভাবেই চলছে জুলাই বিপ্লব কে বেচাকেনা।
