নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গণহারে সাংবাদিক নির্যাতন, মামলা- হামলা প্রতিরোধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ সহ বিএসকেপি’র ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সকল সাংবাদিক সংগঠন, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ দেশের সকল সাংবাদিক সমাজ কে আগামীকাল সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টা কলম বিরতি পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বিএসকেপি’র সাধারণ সম্পাদক এম এ মমিন আনসারী।

গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে আনসারী বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের মহোৎসব চলছে, কথায় কথায় সাংবাদিক নির্যাতন ও মামলা হামলা করা হচ্ছে, অপরাধীরা একজোট হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে, একটি স্বাধীন দেশে এমন টা চলতে পারে না, দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বা সাংবাদিক সুরক্ষার জন্য কোন আইন নেই, আমরা দীর্ঘ সময় ধরে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাস্ট্রের বিভিন্ন সংস্কার মুলক কার্যক্রম হাতে নিয়েছেন, আমরা চাই জাতির বিবেক রাস্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি যুগোপযোগী আইন প্রনয়ণ করা হোক এবং আমাদের বিচক্ষণ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিষয়টি নিশ্চিত করবেন।

সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ হলে দেশের সাংবাদিক সমাজ নিরপেক্ষ ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে ফলে দেশে লাগামহীন দূর্নীতির অবসান হবে ইনশাআল্লাহ।

আনসারী আরও বলেন সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকায় দেশে আজ একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মিডিয়া হাউজের মালিকগন যখন ইচ্ছে সাংবাদিক নিয়োগ ও চাকুরীচ্যুত করার দুঃসাহস দেখাচ্ছেন, এছাড়া অপ- সাংবাদিকতার সুযোগ তৈরি হচ্ছে, সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকায় অশিক্ষিত, কুশিক্ষিত, ধান্দা বাজ, চাঁদাবাজ, মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধীরাও আজ সাংবাদিক হওয়ার দুঃসাহস দেখাচ্ছে, যা রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।
দেশের সকল পেশাজীবি সাংবাদিক সমাজের নিকট আহবান নিজেদের অস্তিত্ব রক্ষায় সাংবাদিকদের প্রাণের দাবী বিএসকেপি’র ১১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন, বজ্র কন্ঠে আওয়াজ তুলুন, দাবি আদায়ের এখনই সময়, সকল ভেদাভেদ ভুলে আগামীকাল সকল সাংবাদিক সংগঠন নিজেদের অস্তিত্ব রক্ষায় কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কলম বিরতি কর্মসুচী সফল করুন, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।