পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের হিলি-শালাইপুর সড়কের কলন্দপুর তুলশীগঙ্গা নদীতে নির্মাণাধীন বেড়াখাই ব্রীজের কাজ সম্পন্ন হয়েছে । সেতুর উভয় পাশের রাস্তার কাজ চলমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, কিছুদিনের মধ্যেই সেতুটির সব কাজ সম্পন্ন হবে। কাজের শুরুতেই সেতুর একটি গার্ডার ধসে পড়ে নদীতে পুনরায় তা নির্মাণ করা হয়। সে সময়ে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, তদারকির অভাব ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে সেতু নির্মাণের শুরুর দিকে গার্ডার ধসে পড়েছিল। সড়ক বিভাগের দাবি ছিল, সেতুটির গার্ডার নির্মাণে ক্রটি আছে বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর দুই পাশের রাস্তা পাকাকরণের কাজ ও ব্লক স্থাপন চলছে। একটু বৃষ্টির পানিতে দুপাশের পাকা রাস্তা ভেঙে যাচ্ছে ও ফাটল দেখা দিয়েছে। পাঁচবিবি পৌর জামায়াতের সেক্রেটারি ও শিক্ষক মোঃ গোলাম রাব্বানী বলেন, উপজেলাবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ এই কলন্দপুর সেতুটি। বিগত সময়ের আ’লীগের ঠিকাদার সেতুর কাজটি করছে। শুরুতেই নিন্মমানের পাথর, সিমেন্ট ও বালু ব্যবহারের কারনে সেতুর গার্ডার ভেঙে গিয়েছিল। পাকাকরণ চলমান অবস্থায় রাস্তার দুপাশেই ভেঙে যাওয়ায় কাজের মান নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি আরোও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত আমাদের এই সেতুর কাজ শুরু থেকে অনিয়মের মধ্যদিয়েই চলছে। তিনি সহ এলাকাবাসীর দাবি সঠিকভাবে কাজটি করতে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করেন।

জয়পুরহাট সড়ক বিভাগের তত্ত্বাবধানে ৮ কোটি টাকা ব্যয়ে ৪৪ মিটার দৈর্ঘ্যের সেতুটি ২০২৩ সালে নির্মাণ কাজ শুরু করেন মেসার্স জামান এন্টারপ্রাইজ ও মেসার্স এম এন এন্টারপ্রাইজ।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ম্যানেজার বলেন, এখনো কাজ শেষ হয়নি। ভাঙ্গা অংশ ঠিক করে দেওয়া হবে বলেনও, জানান।
জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, সড়কটি নতুন তৈরী করা হচ্ছে বিধায় এমন হয়েছে। ঠিক করে দেওয়া হবে বলেও জানান তিনি।