# কোনো দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে ড. ইউনূসকে আহ্বান জানিয়েছে এনসিপি # নির্বাচনের আগে সংস্কারের দাবি জানিয়েছে জামায়াত # বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির। # ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব #

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খুব দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ আসবে। দলগুলোও প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে আসবে।

উপদেষ্টার পরিষদের জরুরি বৈঠক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পর সব ধরনের শঙ্কা কেটে গেছে।
তার আগে প্রধান উপদেষ্টা পদত্যাগের আভাস দিয়েছিলেন। নিজের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন উপদেষ্টা পরিষদে।