খাগড়াছড়িতে ভূমি মেলা শুরু  : ভূমি উন্নয়ন কর প্রদানে সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগ

Uncategorized আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি  :  নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপি ভূমি মেলা। ভূমি কর প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার (২৫ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,সিভিল সার্জন ডা. মোহাস্মদ ছাবের। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্যরা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা ভূমি কর প্রদানের নিয়মিত চর্চা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. আব্দুল খালেক বলেন,
“ভূমি উন্নয়ন কর শুধু সরকারের রাজস্ব বাড়ায় না, বরং নাগরিকদের জমির মালিকানা ও স্বত্ব নিশ্চিত করতেও সহায়তা করে। ডিজিটাল সেবার মাধ্যমে এখন ঘরে বসেই ভূমি কর পরিশোধের সুযোগ তৈরি হয়েছে।” বিভিন্ন সিস্টেমে নিজের নামে ঘরে বসে যেন জমি রেজিষ্ট্রেশন ও আবেদন করা যায়।

মেলায় ভূমি অফিস, সার্ভে বিভাগ, সেটেলমেন্ট ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সকল ধরনের স্টল বসানো হয়, যেখানে সেবা প্রত্যাশীরা সরাসরি কর পরিশোধ, খতিয়ান যাচাই, নামজারি ও ভূমি সংক্রান্ত তথ্য গ্রহণ করতে পারছেন।

তরুণ ও প্রবীণ নাগরিকদের ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেও এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ভূমি মেলাটি সাধারণ জনগণের মধ্যে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনলাইন সেবার ব্যবহার সহজতর করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *