কালিয়াকৈরে তিনদিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শাকিল হোসেন, (গাজীপুর)  : গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানে রোববার (২৫ মে) মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।


বিজ্ঞাপন

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।


বিজ্ঞাপন

আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শ্রেষ্ঠ করদাতা হাজী নুরুল ইসলাম রতন, সভা সঞ্চালনা করেন কানুনগো আব্দুল আলীম।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রযুক্তি ও ডিজিটাল সেবার মাধ্যমে এখন ভূমি কর পরিশোধ করা অনেক সহজ হয়েছে। নিয়মিত কর পরিশোধের মাধ্যমে নিজের জমি সুরক্ষিত রাখা সম্ভব। মেলায় ভূমি সংক্রান্ত নানা তথ্য, সেবা সচেতনতা মূলক কার্যক্রম চালানো হবে বলে জানান আয়োজকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *