যশোরের অভয়নগরের চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার সুমন ওরফে শুটার সুমন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

গ্রেফতারকৃত চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার  অহেদুজ্জামান সুমন ওরফে শুটার সুমন।


বিজ্ঞাপন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোর জেলার অভয়নগর উপজেলার ৩ নং চলিশীয়া ইউনিয়নের চলিশীয়া গ্রামের হারুন মোল্লার ছেলে অহেদুজ্জামান সুমন ওরফে শুটার সুমনকে রবিবার বিকেলে গাজীপুর ক্যাম্পের আইসি সনজিত কুমার চলিশীয়া মোড় হতে আটক করে। তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার।


বিজ্ঞাপন

তার বিরুদ্ধে অভয়নগরের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অলিয়ার মোল্লা হত্যা মামলা ও চলিশীয়া পাল পাড়ার সঞ্জয় পালের বাড়িতে ডাকাতি ও সঞ্জয় পালকে হত্যার মামলাসহ রাজঘাট এলাকায় ছিনতাই মামলা এবং খুলনার  রুপসা থানায় ডাকাতি মামলাসহ চুরি ডাকাতির ৬ টি মামলা চলমান রয়েছে।


বিজ্ঞাপন

তাকে আটক করায় এলাকায় শান্তি ফিরে আসায় এলাকাবাসী অভয়নগর থানা পুলিশ কে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন সোমবার দুপুরে অভয়নগর থানার মামলা নং-১৬, তারিখ-২৬/০৫/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। তাকে মামলায় চালান দেখানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *