নিজস্ব প্রতিনিধি (সিলেট) : টাঙ্গুয়ার হাওরে থাকা পর্যটক পরিবাহি বারো হাউসবোট থেকে জরিমানা আদায় করা হয়েছে। নৌ পথে চলাচলের জন্য লাইসেন্স না থাকায় নৌ পরিবহন অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাউসবোটগুলো থেকে রোববার জরিমানা আদায় করেন।

সুনামগঞ্জের তাহিরপুরে রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে অবস্থানরত এমবি হাওরের সুলতান, জমিদার, নীলজল, স্বপ্ন, হাওরের শাহজাদা, মায়াবতি, নীলাঞ্জনা, ডুব সাতার, জলছবি, জল ঘুড্ডি, হাওর ক্রুজ সহ ১২ হাউস বোট মালিক পক্ষ ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানার পরিশোধ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটির (নির্বাহী ম্যাজিষ্ট্রেট ) থান্দার কামরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন নৌ পথ ধরে টাঙ্গুয়ার হাওর-জাদুকাটা নদীতে আসা পর্যটক পরিবাহি হাউসবোটের মালিক পক্ষের নিকট থেকে লাইসেন্স না থাকায় প্রাথমিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন, ধাপে ধাপে সকল হাউসবোট গুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হবে।
