পরিত্যক্ত জমিতে সাগরকলা ও পেঁপে চাষ করে সফল শরণখোলার মজিবর

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের এক সময়ের পরিত্যক্ত জমি এখন পরিণত হয়েছে সবুজ ফলবাগানে। এই রূপান্তরের নায়ক গ্রামেরই একজন পরিশ্রমী কৃষক, মোঃ মজিবর রহমান। তিনি নিজের উদ্যোগ ও শ্রমে ওই জমিতে সাগরকলা ও পেঁপে চাষ করে হয়েছেন সফল ও স্বনির্ভর।


বিজ্ঞাপন

প্রায় ৫ বছর আগে, মাত্র ২০টি সাগরকলার চারা রোপণের মাধ্যমে যাত্রা শুরু করেন মজিবর রহমান। ৩৩ শতক জমিতে চাষ শুরু করে ধাপে ধাপে বাগান বিস্তৃত করেন তিনি। বর্তমানে তার জমিতে রয়েছে প্রায় ২০০টি সাগরকলার গাছ।


বিজ্ঞাপন

তিনি বলেন,একেকটা কলার ছড়া ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর ভালো দিক হলো—এই কলা ১২ মাসই বিক্রি করতে পারি। প্রতি মাসেই কিছু না কিছু আয় হয়।”


বিজ্ঞাপন

সাগরকলার পাশাপাশি তিনি ইউটিউবে কৃষি বিষয়ক ভিডিও দেখে পেঁপে চাষও শুরু করেন এবং তাতেও পেয়েছেন আশানুরূপ ফলন। ইউটিউব দেখে চাষ শিখেছি, এখন পেঁপে থেকেও আয় হচ্ছে,” — বলেন তিনি।


বিজ্ঞাপন

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে থাকা উপকূলীয় এলাকায় পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে কৃষক মজিবর খাঁন যেভাবে স্বাবলম্বী হয়েছেন, তা অনুকরণীয়। তাঁর সফলতা দেখে অনেকেই এখন নতুন করে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *