২০ লাখ টাকা চাঁদা দাবি  : রাজধানীর ডেমরায় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক   :  রাজধানীর ডেমরায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে মোটরসাইকেলে আসা ছয় সন্ত্রাসী।


বিজ্ঞাপন

গত  রোববার বাইগদিয়া কবরস্থানসংলগ্ন একটি ফুচকার দোকানের সামনের হামলা থেকে বেঁচে গিয়ে জাহাঙ্গীর রাতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই হামলায় মো. মনির হোসেন (৪৬) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।


বিজ্ঞাপন

মামলার বাদী, থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় ড্রেজার ব্যবসা পরিচালনা করে বলে প্রায় ৫-৬ মাস ধরে হোয়াটস অ্যাপে দুষ্কৃতকারীরা আলম ডিএসসিসির ৭৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীরের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।


বিজ্ঞাপন

চাঁদা দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন সময়ে তাকে খুন করারও হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে জাহাঙ্গীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ৩০-৩৫ রাউন্ড গুলি করে।


বিজ্ঞাপন

এ সময় প্রাণ বাঁচাতে দৌড়ে জাহাঙ্গীর পাশের খালে ঝাঁপ দিলে সেখানেও তারা গুলি করে। এ হামলায় মেরাদিয়ার পথচারী মনির গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় টিম পাঠানো হয়েছে। এরই মধ্যে মামলার এজারভুক্ত এক নম্বর আসামি শরফুদ্দিন আলম হিরাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *