নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর) : দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিকল্প গণরাজনীতির প্ল্যাটফর্ম “আপ বাংলাদেশ”। ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের ক্ষমতায়নের অঙ্গীকারকে সামনে রেখে গঠিত হলো ৬০ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি।

এই কমিটির মাধ্যমে দিনাজপুরে রাজনৈতিক অঙ্গনে সূচনা হলো এক বিকল্প গণতান্ত্রিক চর্চার, যেখানে নেতৃত্বে রয়েছেন চিন্তাশীল, সাহসী ও সমাজমুখী তরুণরা।
দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নাজমুল হাসান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো: আবু রায়হান।

এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর প্রস্তাবক্রমে এবং অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

“আপ বাংলাদেশ” বিশ্বাস করে— জাতীয় উন্নয়নের জন্য আগে প্রয়োজন স্থানীয় সংকটের বাস্তবসম্মত সমাধান।
সে লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে জেলা পর্যন্ত সব পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাজ করবে এই কমিটি।
নেতৃত্বধারীরা জানান, “আমরা তরুণদের স্বপ্ন ও জনগণের চাহিদাকে একসূত্রে গেঁথে দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।”