শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে বলে জানা গেছে।

মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ চলবে। এ অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে।এ সময় ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হবে, যা মোট ১৫ হাজার ৫০৩ মেট্রিক টন চালের সমান।
মন্ত্রণালয়ের সূত্রে আরো জানা যায়, গত বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। গত পাঁচ বছরে ইলিশ আহরণ প্রায় ১০ শতাংশ কমেছে। চলতি বছরের জুলাই ও আগস্টে আহরণ

আগের বছরের তুলনায় যথাক্রমে ৩৩ ও ৪৭ শতাংশ কমেছে। ইলিশ রপ্তানি প্রবণতার তথ্যও তুলে ধরেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তাদের তথ্য মতে, এক দশক আগের তুলনায় অনুমোদিত পরিমাণের বিপরীতে প্রকৃত রপ্তানি ক্রমান্বয়ে মেছে । ইলিশের রপ্তানি মূল্য বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করেছে কেজিপ্রতি ১২ দশমিক ৫০ ডলার। সে অনুযায়ী সম্প্রতি বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানিকৃত ইলিশের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি টাকার বেশি।

এ বছর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে জেলেরা লঘুচাপ ও নিম্নচাপের সম্মুখীন হয়ে চরম বেকাদায় পড়েছেন বলে শরণখোলা মৎস্য ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মুজিবর হাওলাদার নিশ্চিত করেছেন। এছাড়া তিনি আরো জানান, অবরোধ শেষে বঙ্গোপসাগরে যাত্রা করলেই নেমে আসে দুর্যোগ যার জন্য এ বছর ব্যবসায়ী ও জেলেরা লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার বলেন, অবরোধ চলাকালীন সময়ে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং শরণখোলার সাড়ে ৪ হাজার ছেলেদের মধ্যে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।