সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান

অপরাধ অর্থনীতি আইন ও আদালত এইমাত্র চট্টগ্রাম জাতীয় জীবন-যাপন ঢাকা বরিশাল ময়মনসিংহ রাজধানী রাজশাহী সারাদেশ সিলেট

ঢাকায় ৪৫ টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা

 

আজকের দেশ ডেস্ক : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এর সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী বাজার , খিলগাঁও বাজার, রামপুরা বাজারে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ।


বিজ্ঞাপন

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

তদারকিকালে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৪৫ টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে চাল ,আলু,পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়।
কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে।

ভোক্তা স্বার্থ সংরক্ষণে দেশব্যাপী অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

শরীয়তপুর জেলার বাজার মনিটরিং : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী মঙ্গলবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেন। অভিযানে চাল, তেল, আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাবার হোটেল, ঔষধের দোকান ও কাচাবাজার পরিদর্শন করা হয়। এসময় সরকার নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পন্য বিক্রয় করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।
শরীয়তপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান মহোদয়ের দিক নির্দেশনায় পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একদল চৌকস সদস্য ।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

মুন্সীগঞ্জ : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুন্সীগঞ্জ গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে দেখা যায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও বিক্রয় নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করায় ফার্মেসিটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়া দুইটি কনফেকশনারিতে মনিটরিং করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে তাদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সহায়তা করেন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকি: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে রূপসা উপজেলার দুটি বাজারে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় মোট ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৬,৫০০/- টাকা জরিমানা করা হয়। এসময় আলু ও পেয়াজের পাইকারি ও খুচরা মূল্য যাচাই করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন ৩ এপিবিএন খুলনা।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাজার তদারকি টাঙ্গাইল জেলা কার্যালয় : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগীতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল অালম রিজভী জেলার সদর উপজেলায় তদারকি করেন। তদারকিকালে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন,২০০৯ লঙ্ঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা অারোপ ও অাদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য বাজারে সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

গোপালগঞ্জ জেলার বাজার তদারকি অভিযান: মঙ্গলবার বাণিজ্য মণ্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক,গোপালগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার পাকুড়তিয়া ও লেবুতলা বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

এ সময় মূল্য তালিকা না টাঙানো, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩ টি প্রতিষ্ঠান কে ৭০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত মেয়াদোত্তীর্ণ পণ্য স্পটে ধ্বংস করা হয় এবং সব ব্যবসায়ীদের মূল্য তালিকা হাল নাগাদ সহ ক্রয় ও বিক্রয় মূল্য প্রদর্শনপূবক টাঙানো র জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সহযোগিতায় টুংগীপাড়া উপজেলার পুলিশের সদস্যবৃন্দ।
জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।

 

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে নারায়ণগঞ্জের সদর উপজেলা ডাইল পট্টি, নিতাইগঞ্জ, এলাকায় মেসার্স মোস্তাফা স্টোরকে মেয়াদ উর্ত্তীনপণ্য, প্রতিশ্রুতপণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় এবং প্যাকেটের গায়ে কোন উৎপাদন, মেয়াদ উর্ত্তীন ও খুচরামূল্য লিপিবদ্ধ না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ৪৫ ধারায় ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং৩৭ ধারায় ২০,০০০/-(বিশ হাজার) টাকা মোট=৬০,০০০/-(ষাট হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার অভিযানি উপস্থিত থেকে সহযোগিতা করেন চেম্বার অব কমার্স, বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক রাজশাহীর সার্বিক সহযোগিতায় উপপরিচালক অপুর্ব অধিকারী ও সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ এর নেতৃত্বে মঙ্গলবার রাজশাহী মহানগরের বায়া বাজার ও নওদা পাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাজশাহী মহানগরে আলুর কোল্ড স্টোরেজ পরিদর্শন করা হয়েছে এবং তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু বিক্রয় না করার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং টিসিবির ট্রাক সেল মনিটরিং করা হয়েছে।

নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকিঃ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের সার্বিক সহযোগিতায় নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম -এর নেতৃত্বে গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজার এলাকা ও খলিফায়াড়া এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৫ ধারা মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক’র অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসক রাজবাড়ী মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এঁর নেতৃত্বে সদর উপজেলার বিনোদপুর ও সদর বাজারএলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বিনোদপুরের ১টি প্রতিষ্ঠানকে(মদিনা চানাচুর কারখানা) ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহযোগিতায় জেলা প্রশাসন, সদর উপজেলা পুলিশ প্রশাসন এবং জেলা ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর, রাজবাড়ী।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

ফেনী জেলা কার্যালয়ের বাজার অভিযান : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ফেনী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সোহেল চাকমা ফেনী সদরের দাউদপুল আড়ৎ এবং কুমিল্লা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মূল্য তালিকা না থাকায় এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৩০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালীন জনসচেতনতার উদ্দেশ্যে উপস্থিত জনগণের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশ লাইন থেকে একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকিঃ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার কানাইপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ডাউল মিলের ব্যবসা পরিচালনা করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। পরে চকবাজারে আলু, পেঁয়াজসহ অন্যান্য সবজির দোকান এবং সুপার মার্কেট সংলগ্ন ফার্মেসীসমূহে সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও সদর ইউএনও স্যারের নেতৃত্বে কানাইপুর আলুর আড়তে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত দামের অধিক দামে আলু বিক্রয় করায় ইউএনও স্যার কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে ১৬,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, ডিএসআই, সিভিল সার্জন অফিস এবং ফরিদপুর জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে তদারকি কাজে সহযোগিতা করেন|

শেরপুর জেলা কার্যালয়ের বাজার তদারকিঃ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃআরিফুল ইসলাম এর নেতৃত্বে জেলার সদর উপজেলার স্টেডিয়াম বাজার ও বাজিতখিলা বাজারে আলুর পাইকারি বাজার ও খুচরা বাজার পরিদর্শন করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকা ও অন্যান্য ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য তিনটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করতে অনুরোধ করা হয়। সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শেরপুর জেলা পুলিশ, জেলা মার্কেটিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

নওগাঁ জেলা কার্যাল‌য়ের বাজার অভিযান: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক(অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় নওগাঁ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: শামীম হোসেনের নেতৃ‌ত্বে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ত্রিমোহনী এলাকায় তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে ।

উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০৮ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ১২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ।
সহযোগিতায় ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক । সহযোগিতায়: রাণীনগর থানা পুলিশের চৌকষ টিম । জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে ।
ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে কল করুন ১৬১২১ ( হট লাইন )

ঝালকাঠি জেলা কার্যালয়ের বাজার তদারকি: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নের্তৃত্বে জেলার সদর উপজেলার স্টেশন রোড, কামারপট্টি, কুমার পট্টি ও মুদি পট্টি এলাকায় তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তদারকিকালে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের দন্ডস্বরূপ ৪ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২৪,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে নিত্য পণ্যের বাজার, মিষ্টির দোকান , ফার্মেসী ইত্যাদি পরিদর্শন করা হয়। বিক্রেতাদের পণ্যের বিক্রয়মূল্য সম্বলিত মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ করতে বলা হয় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়। ক্রেতাদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ করা হয়।

অভিযানে ঝালকাঠি সদর পুলিশের একটি সুদক্ষ টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

রংপুর বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকি অভিযান: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে রংপুর জেলার জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় রংপুর বিভাগীয় কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক মোঃবোরহান উদ্দিনের এর নেতৃত্বে মহানগরের কামারপাড়া বাজার, নুরপুর বাজার এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কার্যের জন্য ৩ টি প্র‌তিষ্ঠান‌কে প্রশাস‌নিক ব্যবস্থায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৪৫০০/-জ‌রিমানা করা হয় ও সতর্ক করা হয় । অ‌ভিযা‌নের সময় দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে ও সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে কেনা-‌বেচা কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। এছাড়াও আজিজুন নেছা হিমাগার লি.তদারকি করা হয়। রংপুর মেট্রোপলিটন পু‌লি‌শের এক‌টি টিম এ অভিযানে সহ‌যো‌গিতা ক‌রে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, কিশোরগঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হৃদয় রন্জ্ঞন বণিক কর্তৃক সদর উপজেলার চামড়া বাজার এবং লক্ষ্মীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠান কে আইনের আওতায় আনা হয় এবং সতর্ক করা হয়।
এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন|

বরিশাল জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে মাধবপাশা বাজার এবং রহমতপুর বাজার এলাকায় পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ০৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮,৫০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে চাল, ডাল,আলু,পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

 

মানিকগঞ্জ জেলার তদারকি কার্যক্রম: মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পৌর বাজার ও রাজিবপুর এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ, এম আর পি বিহীন ও অবৈধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে এবং অগ্নি নিরাপত্তা সরঞ্জাম বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রয় ও রাস্তার পাশে সংরক্ষণ করার অপরাধে তিনটি প্রতিষ্ঠান কে জরিমানা ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে। আলুর দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।।

নোয়াখালী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান : মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, নোয়াখালী স্যারের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে চাপরাশির হাট বাজার এবং চাপরাশির মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা এবং পরিবেশন করায়, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে চাল, ডাল,আলু,পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন কবিরহাট থানা পুলিশের একটি টিম এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর । জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।