দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : লালমনিরহাটে রেল কর্মকর্তার গাড়ি মেরামতে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে রংপুর জেলা কার্যালয় হতে বৃহস্পতিবার এ পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট অঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ির মেরামতে ব্যবহৃত এয়ার ব্রেক স্যু, এয়ার ক্লিনার ফিল্টার, মবিল ফিল্টার প্রতিটির মূল্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় উল্লিখিত যন্ত্রাংশসমূহ বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে ক্রয় করা হয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়। সংগৃহীত তথ্যাবলী বিস্তারিতভাবে যাচাইপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
খুলনা সদর উপজেলার এক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে আজ অপর একটি অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা কার্যালয় হতে এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম উক্ত বিদ্যালয়ে গবেষণা ও সরঞ্জামাদি খাতে বরাদ্দকৃত টাকা যথাযথভাবে ব্যয় করা হয়েছে কি-না সে সংক্রান্ত তথ্য যাচাই করে। টিম উক্ত বিদ্যালয়ে কম্পিউটার সামগ্রী, মনোহারী পণ্য, ক্রীড়া সামগ্রী ক্রয়, কম্পিউটার মেরামত, শিক্ষা উপকরণ ক্রয়সহ বিভিন্ন খাতে ব্যয়ের তথ্য সংগ্রহ করে। সংগৃহীত তথ্যাবলি বিশ্লেষণপূর্বক টিম অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।


বিজ্ঞাপন