নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে গত ২০২০ সালের আগস্ট মাসের ১৩ তারিখ রাত্রীতে আসামীরা রাকিব (২৫) নামের এক যুবক-কে শ্বাসরোধ করে হত্যা করে আবাদী জমির পারিতে ফেলে দেয়। নিহত রাকিব নন্দীগ্রাম উপজেলার ফোকপাল গ্রামের আক্কাছ আলীর ছেলে। এই ঘটনায় হত্যাকান্ডের মুল হোতা রেজাউল করিম তরিঘরি করে নন্দীগ্রাম থানায় ২০১৮ সালের ৩০ অক্টোবর একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেন। অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত শেষে নন্দীগ্রাম থানার এসআই চাঁন মিয়া বিজ্ঞ আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। মৃত রাকিবের পিতা আলী আক্কাছ ঐ চুড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নারাজীর আবেদন করেন। আদালত নারাজীর শুনানী শেষে ওসি নন্দীগ্রাম থানাকে ঐ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে সিআইডি বগুড়াকে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক বাদীর এজাহারের প্রেক্ষিতে ওসি নন্দীগ্রাম থানা ঐ ঘটনায় মুল হোতা রেজাউল করিমসহ ৫ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানার মামলা নম্বর ১২ তারিখ ১৩/৩/২০২১ খ্রি: ধারা ৩০২/২০১/৩৪ পিসি রুজু করে তদন্তের জন্য সিআইডি বগুড়ায় প্রেরন করেন। সিআইডি মামলার তদন্তভার নিয়ন্ত্রনে গ্রহন করে বগুড়া সিআইডি’র এসআই মো: এন্তেজারুল হক-কে তদন্তকারী অফিসার নিযুক্ত করেন। বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার সিআইডি বগুড়া’র প্রত্যক্ষ দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই মো: এন্তেজারুল হক এর নেতৃত্বে সিআইডি বগুড়ার একটি বিশেষ টিম ১৮ মার্চ দুপুর একটায় মামলার প্রধান আসামী নন্দীগ্রাম উপজেলার ঢাকইড় গ্রামের মৃত আদম আলীর ছেলে রেজাউল করিম (৪০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেজাউলকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।