নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগামী ২ এপ্রিল (শুক্রবার) সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা সবাই মিলে যদি সুন্দরভাবে কাজ করি তাহলে পরীক্ষাটা নিতে পারব এবং সফলতার সঙ্গে নিতে পারব।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদ করা হবে। এজন্য কেন্দ্রের আশপাশে কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোনো ফটোকপি মেশিন কেন্দ্রের পাশে থাকবে না।
এবার ১ লাখ ২২ হাজার ৮৭৪ মেডিকেল ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৯টি কেন্দ্রে ৫৫টি ভেন্যুর ৭৫টি হলে এ পরীক্ষা হবে।
অন্যদিকে, বুধবার মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত করা নিয়ে একটি রিট আবেদন আদালত খারিজ করে দিয়েছে।