নড়াইলে সম্প্রীতির বন্ধন

সারাদেশ

দেশীয় অস্ত্র জমা, দাঙ্গা ও মাদকবিরোধী সমাবেশ

 

মির্জাপুর থেকে সৈয়দ রমজান হোসেন : নড়াইল জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতির বন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দেশীয় অস্ত্র জমা, দাঙ্গা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলাধীন হবখালি ইউনিয়নের হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর সংশ্লিষ্ট সুত্রের ।


বিজ্ঞাপন

জেলা পুলিশের ২নং হবখালী ইউনিয়নের ৬ নং বিট পুলিশের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম( বার)। হবখালি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাদশা মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন পিপিএম, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি।


বিজ্ঞাপন

এ সময় হবখালি ইউনিয়নের সাধুখালী, ফুলিয়া, হৈধরখোলা, ইলিন্দি, কাগজীপাড়া,সুবুদ্ধিডাঙ্গা ও ভান্ডারী পাড়া গ্রামের লোকজন সকল প্রকার দেশি অস্ত্র ( ঢাল ও সরকি) জমা দিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। সকলে একে অন্যের সাথে কোলাকুলি করে পুরাতন বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন বলে জেলা পুলিশের নিকট অঙ্গীকার করেন ।


বিজ্ঞাপন

দাঙ্গা-হাঙ্গামা ও মাদক কোন সভ্য সমাজের অংশ হতে পারে না। কাজেই এই সকল বর্বরতা থেকে দূরে থেকে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে হবে বলে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার আগতদের বিশেষ ভাবে নির্দেশ দেন।


বিজ্ঞাপন