কুখ্যাত মাদকব্যবসায়ী গাঁজাসহ আটক

অপরাধ

মো. রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলের লোহাগড়া থানার কুখ্যাত মাদক ব্যাবসায়ী রবিউল বিপুল পরিমান গাঁজাসহ গোয়েন্দা পুলিশ ডিবির হাতে আটক।নড়াইলের লোহাগড়া থানার এড়েন্দা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৮) নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার ভোর সাড়ে ৫ ঘটিকার সময়ে এক কেজি পাঁচ শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম কে আটক করেছে ডিবি পুলিশ।আটক কৃত রবিউল ইসলাম এড়েন্দা গ্রামের মন্টু শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল পুলিশ সুপারের নির্দেশে গোপঁন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোরে এস,আই,দেবব্রত চিন্তাপাত্র,এএসআই সেলিমুজ্জামান ও এএসআই নাজিম উদ্দিন ও সঙ্গী ফোর্স সহ ডিবি পুলিশের চৌকস টিম নড়াইল জেলার লোহাগড়া থানার এড়েন্দা গ্রামে অভিযান পরিচালনা করে রবিউলের বসতবাড়ি হইতে এক কেজি পাঁচ শত গ্রাম গাঁজা সহ হাতেনাতে রবিউল কে আটক করে। স্থানীয় এড়েন্দা গ্রাম বাসি জানান,রবিউল একজন চিন্হীত মাদক ব্যবসায়ি প্ তিনীয়ত মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েও কিভাবে জেল থেকে রবিউল বের হয় সেটা রয়েছে রহস্য জনক।বার বার রবিউল মাদক সহ পুলিশের হাতে আটক হয়ে জেল খাটলেও আবার জেল থেকে বের হয়ে মাদক ব্যবসা করে আসছে,মাদক ব্যবসায়ী রবিউল কে সমাজ ও নড়াইল বাসি এমন মাদক ব্যবসায়ীকে প্রকাশ্যে ক্রসফায়ার করে হত্যা করা উচিৎ বলে মনে করেন।এ ব্যাপারে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি”র) এসআই দেবব্রত চিন্তাপাত্র সাংবাদিকদের জানান,আটক কৃত রবিউলকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী রবিউলের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন